মানুষ মানুষের জন্য

“মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
ও বন্ধু….

মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু………..”

Image result for Maskless people

গানটি শুনলে মনের অন্তরগহীন হতে মনে হয় , আমরা মানুষ হিসাবে বড়ই বুকড়ি ।  আমাদের সমাজে অনেক মানুষ যারা এখনো আমাদের মাঝে তাদের ভালবাসা আর কলমের মাধ্যমে  , ঘুণেধরা সমাজ কে ঘুণ থেকে আপ্রান প্রায়েসের মাধ্যমে কিছুটা পরির্বনের চেষ্টা করলেও ,আমরা ব্যাক্তি পর্যায় থেকেও কোন রকম তাদের কথার সঠিক মূল্যায়ন দিতে পারছি না ।

এর পেছনে অনেক ধরনের যুক্তি তুলে ধরা যেতে পারে । তার পেছনে প্রধান কারণ হিসাবে ধরা যেতে পারে ধর্মীয় অনুশাসন গুলোকে অবজ্ঞা করা ।

বিংশ শতাব্দীর পর থেকে সাম্রাজ্যবাদ,সন্ত্রাসবাদ, উপনিবেশবাদ , জাতীয়তাবাদ এর ফলে বিভিন্ন সময়ে অন্যায় অবিচার মাধ্যমে পঙ্গু করে দিয়েছে আমাদের  আমাদের নৈতিকতা , আমরা পারিনি ধর্মীয় ঐক্য গঠন করতে, পারিনি শোষণের বেড়াজাল থেকে নিজেদের মুক্ত করতে । আসুন  আমরা নিজেরা ,নিজেদের মুখোসটাকে পরে নেই , মনের মানসিকতা কে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলি , যারা সমজ নিয়ে ভাবে , সমাজ কে ভালবাসে ,  তাদের কথা ও কাজ কে শ্রদ্ধা করি । আনেক দিন কিছু লেখা হয় না ,  লেখার ভিতরে কোন ভূল কিছু হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ।

আব্দুর রহমান বিশ্বাস