অসাধারণ জ্ঞান – 2


ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যার বানান মনে রাখা খুবই কঠিন হয়ে থাকে। তাই কঠিন সেই বানানগুলো মনে রাখাতে হলে কিছু কৌশলের আশ্রয় নেয়াই যায়। তাই নিচে খুব সহজ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ সেই ইংরেজি বানানগুলো মনে রাখার কৌশল দেয়া হলো-

  1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।

  2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।

  3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।

  4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।

  5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।

  6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।

  7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।

  8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.

  9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।

  10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।

  11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।

  12. Miscellaneous ➫ বিবিধ।

✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)। আরও কিছু প্রয়োজনীয় ইংরেজি বানান:

1) ☆ Accommodation(বাসস্থান) 2) ☆ Brilliant(মেধাবী) 3) ☆ Bulletin(বুলেটিন) 4) ☆ Burglar(চোর) 5) ☆ Challenge(চ্যালেন্জ) 6) ☆ Cigarette(সিগরেট) 7) ☆ Colonel(কর্নেল) 8) ☆ Commission(কমিশন) 9) ☆ Committee(কমিটি) 10) ☆ Guerrilla(গেরিলা যুদ্ধা) 11) ☆ Leisure(অবসর) 12) ☆ Maintenance(ভরণপোষণ) 13) ☆ Millennium(সহস্রাব্দ) 14) ☆ Misspell(ভুল বানান করা) 15) ☆ Questionnaire(প্রশ্নমালা) কতিপয় গুরুত্বপূর্ণ ইংরেজি বানান,যেগুলো আমরা প্রায়ই ভুল করি……. 16) Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ 17) Accessory ➫ অপরাধের সহযোগী 18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই 19) Amateur ➫ শৌখিন/অপেশাদার 20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার

21) Anaemia ➫ রক্তাল্পতা

22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন

23) Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান

24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ

25) Assassin ➫ গুপ্তঘাতক

26) Avaricious ➫ লোলুপ/লোভী

27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা

28) Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক

29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ

30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য

31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান

32) Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/কর্নেল

33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান

34) Commencement ➫ সূচনা/আরম্ভ 35) Commodity ➫ পণ্যদ্রব্য

36) Complaisant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী

37) Contemporaneous ➫ সমকালীন/ সমসাময়িক 38) Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়

39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/উপদেষ্টা

40) Counterfeit ➫ জাল/নকল

41) Curriculum ➫ পাঠ্যসূচি

42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম

43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন

44) Disciplinarian ➫ কঠোর শাসক

45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম

46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ

47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা

48) Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ

49) Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত

50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ

51) Etiquette ➫ নম্র আচরণ/শিষ্টাচার

52) Exaggerate ➫ অতিরঞ্জিত করা

53) Factitious ➫ অস্বাভাবিক/কৃত্রিম

54) Flicker ➫ মিট মিট করা

55) Gargantuan ➫ প্রকাণ্ড/সুবিপুল/দানবীয়

56) Grandeur ➫ মহিমা/বিশালতা

57) Gymnasium ➫ শরীরচর্চা কেন্দ্র

58) Hereditary ➫ বংশানুক্রমিক/কৌলিক

59) Hippopotamus ➫ জলহস্তী

60) Homogeneous ➫ সমজাতীয়

১) ভালোভাবে বিছানা ঝেড়ে নেয়া।
(বুখারী – ৬৩২০)
২) ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা।
(বুখারী – ৫৬২৩)
৩) শয়নের সময় দু’আ পাঠ করা । (যেমনঃ ‘আল্লাহুম্মা বিসমিকা আ’মুতু ওয়া আহইয়া’)
(বুখারী – ৬৩১৪)
৪) ডান কাত হয়ে শোয়া। (বুখারী – ৬৩১৫)
৫) নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে অযু
করে নেয়া। (বুখারী – ২৮৮)
৬) সাধারণত সতর খুলা
অবস্থায় না শোয়া।
(বুখারী – ২৭৬৯)
৭) বিনা কারণে উপুড়
হয়ে না শোয়া।
(তিরমিযী – ২৭৬৮)
৮) ঘুমানোর সময়
আগুনের বাতি
জ্বালিয়ে না রাখা।
(তিরমিযী – ১৮১৩)
৯) দুঃস্বপ্ন দেখলে
পার্শ্ব পরিবর্তন
করে শোয়া।
(মুসলিম – ৫৯০১)
১০) দুঃস্বপ্ন দেখলে
প্রথমে বাম দিকে
তিনবার থুথু ছিটানো
এবং “দুঃস্বপ্ন ও
শয়তান
থেকে – হে আল্লাহ
আমি
তোমার নিকট আশ্রয়
চাই” এভাবে তিনবার
বলা। তাছাড়া
দুঃস্বপ্ন কাউকে না
বলা।
(মুসলিম – ৫৯০২)

মজা পাবার মতো তথ্য:

→আপনি যদি গুগল ইমেজে ২৪১৫৪৩৯০৩প
সংখ্যাটি লিখে সার্চ দেন তাহলে
ফ্রিজের মধ্যে
মাথা ঢুকিয়ে আছে, এমন লোকদের ছবি
দেখতে
পাবেন।
,
→দক্ষিণ কোরিয়ায় অনেকেই ১৪
ফেব্রুয়ারিকে ‘আজীবন একা’ দিবস
হিসেবে পালন করে।
,
→যখন ২ জন মানুষ (ছেলে-মেয়ে)
প্রেম শুরু করেন, তারা গড়ে ২ জন বন্ধু
হারান।
,
→ মিথ্যা কথা ধরার ক্ষেত্রে – মেয়েরা
ছেলেদের তুলনায় বেশি পারদর্শী!
,
→ মেয়েরা ১দিনে গড়ে ৬০ বার
হাসেন, যেখানে ছেলেরা গড়ে হাসেন ১০
বার।
,
→অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়,
মেয়েদের গড়ে ৮০% মানুষিক চাপ ও
বিষণ্ণতার পিছনের কারণ অতিরিক্ত
চিন্তা করা। অর্থাৎ
মেয়েরা সবকিছুতে এতোটা বেশি
নেতিবাচক
চিন্তা করেন যার ফলে তারা আরও বেশি
মানুষিক
চাপ ও বিষণ্নতায় ভোগেন।
,
→গর্ভবতী মেয়েরা ধূমপান করলে
তাদের সন্তান হিংস্র হওয়ার সম্ভাবনা
থাকে।


ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে ভাগ করার একটি কার্যকর টেকনিক!

❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক

(০১) 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটি সমাধান করা যায়)

টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে
দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6 ।

(০২) 213/5=42.6 (2132=426)
0.03/5= 0.006 (0.03
2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5=66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)

(০৩) 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন, ৩.৫ সেকেন্ডের বেশি লাগবে না!!

❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক

০১. 13/25=0.52 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটিও সমাধান করা যায়)
টেকনিকঃ 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52 ।
০২. 210/25 = 8.40
০৩. 0.03/25 = 0.0012
০৪. 222,222/25 = 8,888.88
০৫. 13,121,312/25 = 524,852.48

❖ ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক

০১. 7/125 = 0.056 টেকনিকঃ 125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056 ।
০২. 111/125 = 0.888
০৩. 600/125 = 4.800

২০-২৫ সেকেন্ডে করে ফেলুন ত্রিকোনোমিতির সব অংক মাত্র ৫টি টেকনিকেই

 

সুত্র : ১।

শীর্ষবিন্দুর উন্নতি কোন 30°
হলে উচ্চতা
নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক
মনেরাখুন

উচ্চতা= [পাদদেশ হতে
দুরত্ত্ব÷√3]
.

উদাহরন : একটি মিনাররের

পাদদেশ
হতে 20
মিটার দুরের ১টি স্থান হতে
মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি
কোন 30°
হলে মিনারের উচ্চতা কত?
.

সমাধানঃউচ্চতা =[পাদদেশ

হতে
দুরত্ত্ব÷√3]

=20/√3(উঃ)

সুত্র২ :

শীর্ষ বিন্দুর উন্নতি কোন 60
হলে উচ্চতা
নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক
মনেরাখুন-
উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×
√3]
.

উদাহরনঃএকটি তাল গাছের

পাদবিন্দু
হতে 10 মিটার দুরবর্তী স্থান
থেকে
গাছের শীর্ষের উন্নতি কোন
60° হলে
গাছটির উচ্চতা নির্ন্যয় করুন?
.

অথবাঃ

সুর্যের উন্নতি কোন 60° হলে
একটি
গাছের ছায়ার দৈর্ঘ্য 10
মিটার হয়।
গাছটির উচ্চতা কত?
.

সমাধান : উচ্চতা=[পাদদেশ

হতে দুরত্ত্ব ×
√3]
=10√3=17.13(উঃ)
.
(মুখস্ত রাখুন √3=1.73205)
(শুধু মনে রাখুন 30° হলে ভাগ
এবং 60°

হলে গুন হবে)

সুত্র৩ :

সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে
ভুমির
সাথে 30 কোন উৎপন্ন হলে
ভুমি হতে
ভাংগা অংশের উচ্চতা
নির্ণয়ের
ক্ষেত্রে-
কত উচুতে ভেংগেছিলো=
(খুটির মোট
দৈর্ঘ্য ÷ 3)
.

উদাহরন :

একটি 48 মিটার লম্বা খুটি
ভেংগে
গিয়ে সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন
না হয়ে
ভুমির সাথে 30 কোণ উৎপন্ন
করে।
খুটিটি কত উচুতে
ভেঙ্গেছিলো ?
.

সমাধান :

কত উচুতে ভেঙ্গেছিলো =
(খুটির মোট
দৈর্ঘ্য ÷ 3)

=48÷3=16(উঃ)

সুত্র 4:

সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে
ভুমির
সাথে 30 কোন উৎপন্ন হলে
ভূমি হতে
ভাংগা অংশের উচ্চতা
নির্ন্যেয়ের
ক্ষেত্রে-

শর্ট_টেকনিক :

কতউচুতে ভেংগেছিলো=
(খুটির মোট
দৈর্ঘ্য ÷ 3)
.
‪#‎উদাহরন‬:
18ফুট উচু একটি খুটি এমন ভাবে
ভেংগে
গেলো যে ভাংগা অংশটি
বিচ্ছিন্ন
না হয়ে ভুমির সাথে 30
কোনে স্পর্শ
করলো। খুটিটি মাটি
থেকে কতফুট উচুতে ভেংগে
গিয়েছলো?
‪#‎সমাধান‬:
কত উচুতে ভেংগেছিলো=
(খুটির মোট
দৈর্ঘ্য ÷ 3)

=(18÷3) =6ফুট (উঃ)

সুত্রঃ5

যখন মই দেয়ালের সাথে
হেলান দিয়ে
লাগানো থাকে তখন-
* শর্ট_টেকনিকঃ(মইয়ের
উচ্চতা)² =
(দেয়ালের উচ্চতা)² +
(দেয়ালের দুরত্ব)²
* উদাহরন:
একটি 50মিটার লম্বা মই
খাড়া
দেয়ালের সাথে হেলান
দিয়ে
রাখা হয়েছে।মইয়ের
একপ্রান্তে
মাটি হতে 40মিটার উপরে
দেয়ালকে
স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত
হতে
দেয়ালের লম্ব দুরত্ব কত
মিটার?
.
#সমাধান:
(মইয়ের উচ্চতা)² =(দেয়ালের
উচ্চতা)² +
(দেয়ালের দুরত্ব)²
বা, (দেয়ালের দুরত্ব)² =(মইয়ের
উচ্চতা)² –
(দেয়ালের উচ্চতা)²
বা, দেয়ালের দুরত্ব= √(50)² – √
(40)²
=10মিটার (উঃ)
.
[লক্ষ করুনঃ উপরের এই ৫নং
সুত্রের
মাধ্যেমেই ‘মইয়ের উচ্চতা’
‘দেয়ালেরউচ্চতা’ ও
‘দেয়ালের
দুরত্ব’ প্রশ্নে যাই বলে সব কয়টি
শুধু
প্রক্ষান্তর করে ( প্রশ্নানুযায়ী
ডান
থেকে বামে সরিয়ে) নির্নয়
করতে
পারবেন।]

 

 

২ দ্বারা বিভাজ্য:

কোন সংখ্যার শেষ অংক বা এককের অংক যদি জোড় সংখ্যা বা ০ হয়, তবে ঐ সংখ্যা ২ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৬, ১০ ইত্যাদি।

৩ দ্বারা বিভাজ্য:

কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ১২৩২৪=১+২+৩+২+৪=১২ যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ১২৩২৪ সংখ্যাও ৩ দ্বারা বিভাজ্য হবে।

৪ দ্বারা বিভাজ্য:

কোন সংখ্যার শেষ দুটি অংক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৭৪৫২৮। এখানে শেষ দুটি অংক ২৮ যা ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং ৭৪৫২৮ সংখ্যাও ৪ দ্বারা বিভাজ্য হবে।

৫ দ্বারা বিভাজ্য:

কোন সংখ্যার শেষে ০ বা ৫ থাকলে ঐ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ১০১১০।

৬ দ্বারা বিভাজ্য:

সংখ্যাটি জোড় এবং অংকগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ১২৫৪।

৮ দ্বারা বিভাজ্য:

কোন সংখ্যার শেষ ৩টি অংক দ্বারা গঠিত সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৮৫৭৮১২০।

৯ দ্বারা বিভাজ্য:

কোন সংখ্যার অংকগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হলে উক্ত সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। যেমন- ৬৫৮৪৭৬।

কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড

 ,

দেবদাস

https://arbbd.wordpress.com/scribe/সময়ের-সাথে-জীবনের-গতি/

 

নিয়ম-১:

নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় ১০
কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ২ কি.মি.। স্রোতের
বেগ কত?
technique :::স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে
নৌকার বেগ – স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /২
= (১০ – ২)/২
= ৪ কি.মি.

নিয়ম-২:

একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮
কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় ৪ কি.মি. যায়।
নৌকার বেগ কত?
technique ::::নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার
বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/২
= (৮ + ৪)/২
= ৬ কি.মি.

নিয়ম-৩:

নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০
কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. পথ একবার
যেয়ে ফিরে আসতে কত সময় লাগবে?

উত্তর: স্রোতের অনুকূলে নৌকারবেগ = (১০+৫) = ১৫
কি.মি. স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১০-৫) = ৫
কি.মি.
technique ::: মোট সময় = [(মোট দূরত্ব/ অনুকূলে বেগ) +
(মোট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
= [(৪৫/১৫) + (৪৫/৫)]
= ৩ + ৯
= ১২ ঘন্টা

নিয়ম-৪:

একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায়
৫কি.মি. যায় এবং ৪ ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে
আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?

technique :::গড় গতিবেগ = (মোট দূরত্ব/মোট সময়)
= (৫+৫)/(২+৪)
= ৫/৩ মাইল

নিয়ম-৫: এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে
ঘন্টায় ১০ কি.মি. বেগে চলে কোন স্থানে গেলএবং
ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে
যাত্রারম্ভের স্থানে ফিরে এল। যাতায়াতে তার গড়
গতিবেগ কত?
technique :::গড় গতিবেগ
=(2xy)/(xy)
= (২ x ১০ x ৬)/(১০+৬)

 

২০ সেকেন্ডে করে ফেলুন ত্রিকোনোমিতির সব অংক মাত্র ৫টি টেকনিকেই

সুত্র : ১ শীর্ষবিন্দুর উন্নতি কোন 30°হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা= [পাদদেশ হতে দুরত্ত্ব÷√3]

উদাহরন : একটি মিনাররের পাদদেশ হতে 20 মিটার দুরের ১টি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন 30° হলে মিনারের উচ্চতা কত?
সমাধানঃউচ্চতা =[পাদদেশ হতে দুরত্ত্ব÷√3]
=20/√3(উঃ)

=======================

সুত্র২ : শীর্ষ বিন্দুর উন্নতি কোন 60 হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×√3]

উদাহরনঃএকটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দুরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোন 60° হলে গাছটির উচ্চতা নির্ন্যয় করুন?
অথবাঃ সুর্যের উন্নতি কোন 60° হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়।
গাছটির উচ্চতা কত?
সমাধান : উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×√3]
=10√3=17.13(উঃ)
(মুখস্ত রাখুন √3=1.73205)
(শুধু মনে রাখুন 30° হলে ভাগ
এবং 60°
হলে গুন হবে)

=========================

সুত্র৩ :সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভুমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে-কত উচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)

উদাহরন : একটি 48 মিটার লম্বা খুটি ভেংগে গিয়ে সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুটিটি কত উচুতে
ভেঙ্গেছিলো ?
সমাধান :
কত উচুতে ভেঙ্গেছিলো =(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)
=48÷3=16(উঃ)

=========================

সুত্র 4: সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভূমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ন্যেয়ের ক্ষেত্রে-
শর্ট_টেকনিক : কতউচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)

উদাহরন‬: 18ফুট উচু একটি খুটি এমন ভাবে ভেংগে গেলো যে ভাংগা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোনে স্পর্শ করলো। খুটিটি মাটি থেকে কতফুট উচুতে ভেংগে গিয়েছলো?
সমাধান‬: কত উচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)
=(18÷3) =6ফুট (উঃ)

=========================

সুত্রঃ5 যখন মই দেয়ালের সাথে হেলান দিয়ে লাগানো থাকে তখন-

শর্ট_টেকনিকঃ(মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের দুরত্ব)²

উদাহরন:একটি 50মিটার লম্বা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের একপ্রান্তে মাটি হতে 40মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের লম্ব দুরত্ব কত মিটার?
সমাধান:
(মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের দুরত্ব)²
বা, (দেয়ালের দুরত্ব)² =(মইয়ের উচ্চতা)² –(দেয়ালের উচ্চতা)²
বা, দেয়ালের দুরত্ব= √(50)² – √(40)²
=10মিটার (উঃ)
.
[লক্ষ করুনঃ উপরের এই ৫নং সুত্রের মাধ্যেমেই ‘মইয়ের উচ্চতা’ ‘দেয়ালেরউচ্চতা’ ও ‘দেয়ালের দুরত্ব’ প্রশ্নে যাই বলে সব কয়টি শুধু প্রক্ষান্তর করে ( প্রশ্নানুযায়ী ডান থেকে বামে সরিয়ে) নির্নয় করতে পারবেন।]

যে সকল দেশের মুদ্রার নাম দিনার

টেকনিক:– আজ তিসা ও লিবা কই ডিনার করবে?

আ=আলজেরিয়া, জ=জর্ডান, তি=তিউনিশিয়া, সা=সার্বিয়া, লি=লিবিয়া, বাহ=বাহরাইন,ক=কুয়েত,ই=ইরাক,ডিনার=দিনার।

যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”

টেকনিকঃ গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল

গ- গায়ান ;নি- নিউজিল্যান্ড; মা- মার্কিন যুক্তরাষ্ট্র ;ঝী- জিম্বাবুয়ে ;জা- জামাইকা ;H- হংক ;S- সিংগাপুর ;C- কানাডা ;B- বেলিজ ;B- ব্রুনাই ;A- এন্টিগুয়া ও বারমুডা, অস্ট্রেলীয়া ;গেল- গ্রানাডা।

যে সকল দেশের মূদ্রার নাম ক্রোনা

ক্রোনা: স্কেন্ডেনেবিয়ার ৫টি দেশের (ফিডে আসুন) মধ্যে ৪টির মুদ্রা ক্রোনা, শুধু ফিনল্যান্ডের ইউরো।

টেকনিক:– “ফিডে আসুন”

১.ফিনল্যান্ড; ২.ডেনমার্ক;৩.আইসল্যান্ড; ৪.সুইডেন; ৫.নরওয়ে

 

কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড

 ,

দেবদাস

https://arbbd.wordpress.com/scribe/সময়ের-সাথে-জীবনের-গতি/

 

***পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশলঃ

গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।

শব্দ
গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস ,
পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা,
কেরানি ,কামরা, জানালা, , পেরেক ,
ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান,
বোতাম ,পুউরুটি , মিস্রি ,পেরেক, ইংরেজ ,নিলাম
ও বেহালা ইত্যাদি ।
কিছু তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ
বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক।সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় ।

শব্দ

*** বাবা, দারোগা, কুলি,
লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর,
মুচলেখা ।

আরবি শব্দ মনে রাখার কৌশল

আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত,কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও।

আরবি শব্দ :

ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন, দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ

মায়ানমার (বর্মি) শব্দ মনে রাখার টেকনিককরলেন।

বর্মিরা লুঙ্গি ফুঙ্গি পছন্দ করে।
*** লুঙ্গি ,ফুঙ্গি ***

পাঞ্জাবি শব্দ মনে রাখার টেকনিক

শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা অনেক।

দেশি শব্দ মনে রাখার কৌশল

এক গঞ্জের কুড়ি ডাগড় টোপরমাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায়চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায়উঠল।

শব্দ

*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা, চুলা,
কুলা, ডাব, ডিংগা, টং ,মাচা ইত্যাদি ।

ফারসি শব্দ

ফরিয়াদি সালিশের জন্য মুনশীর জন্য কাছে নালিশ করতে গেলে বেগম বাদশাহ, জমিদার আসামীকে জরিমানা ও খাজনা দিতে বলল। আফসোস, আলুর আমদানী রপ্তানী কম হওয়ায় বাগান থেকে বস্তা ভরে মরিচ, সবজি, পশম নিয়ে পাইকারী বিক্রেতা চশমা পরা চশমখোরের কারসাজিতে বদমাস জানোয়ার সুজমিয়ার আস্তানাতে নিয়ে গেল।

ফরাসি শব্দ

বুর্জোয়া ইংরেজ ও দিনেমাররা জাহাজে বসে ক্যাফেতে পিজা ও বিস্কুট খেতে খেতে রেস্তোরার পাশে গ্যারেজে ম্যাটিনির রেনেসা দেখবে বলল।

ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশল

ওলন্দাজরা ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন দিয়ে তাস খেলে

শব্দ

ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন , চিরাতন , ইস্কুল

 

.পক প্রণালী –
(ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো)
ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং প্রণালী –
(আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং)
আমেরিকা হতে এশিয়া পৃথক ।
.জিব্রাল্টার প্রণালী –
(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়)
মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪.ফ্লোরিডা প্রণালী –
(ফ্লোরিডা কিবা?)
ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
.মালাক্কা প্রণালী –
( সুমিত্রা মালির মেয়ে)
সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬.হরমুজ প্রণালী –
(আমিরাতের ইরানী তরমুজ খায়)
আরব আমিরাত ও ইরানের মধ্যে
অবস্থিত।
৭.বাব-এল-মান্দেব-
( লোহা এখন আরবে )
লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮.ডোভার প্রণালী –
(UK ও FRANCE এর মাঝে ডোবা
আছে)
যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯.বসফরাস প্রণালী –
(ইউরেশিয়া)
ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০.পানামাখাল-
(উত্তর দক্ষিণ আমেরিকায় পান
খাওয়া নিষেধ)
উত্তর আমেরিকা হতে দক্ষিণ
আমেরিকা পৃথক।

 

কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড

 ,

দেবদাস

https://arbbd.wordpress.com/scribe/সময়ের-সাথে-জীবনের-গতি/

১). ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের
নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত
সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
৩). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা
প্রাথমিক বিদ্যালয়ে।
৪). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল
থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২
সালে।
৫). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের
বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে
থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
৬). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে
অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল
বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে
যোগদানের মাধ্যমে।
৭). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ
সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
৮). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন
কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া
কলেজ থেকে।
৯). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন
বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
১০). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত
সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির
কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ
করায় তাঁকে বহিস্কার করা হয়।

১১). বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন
কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা
উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি
প্রতিবাদ সভা করার কারণে তাঁকে
কারভোগ করতে হয়।
১২). ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান
আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ
পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
১৩). ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা
বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে
অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
১৪). যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন
আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
১৫). বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ
মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
১৬). ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত
বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
১৭). বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা
করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
১৮). আওয়ামী লীগের কাউন্সিল
অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
১৯). বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে
কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
২০). কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা
রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
২১). ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
২২). ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে
পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
২৩). আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল
কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
২৪). আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে
দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও
অন্যান্য।
২৫). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’
উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
২৬). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি
কে দেন?
উত্তর: তৎ​কালীন ডাকসুর ভিপি তোফায়েল
আহমেদ।
২৭). কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
২৮). বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’
নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
২৯). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন
সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি​
চিতি।
৩০). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী
ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

৩১). বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ​
২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের
স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই
পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে
গ্রেপ্তার করে।
৩২). ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী
সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল
রাষ্ট্রপতি।
৩৩). বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার
থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
৩৪). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন
কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে
পরিচিত।
৩৫). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত
তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
৩৬). বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে
জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা
ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত
তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
৩৭). বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত
তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
৩৮). বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
৩৯). বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের
নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ
হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ
জামাল ও শেখ রাসেল
৪০). বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।

কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড

 ,

দেবদাস

https://arbbd.wordpress.com/scribe/সময়ের-সাথে-জীবনের-গতি/

  • ১ ডিসেম্বর

বিশ্ব এইডস দিবস

  • ৩ ডিসেম্বর

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস

  • ৪ ডিসেম্বর

বন্যপ্রাণী সুরক্ষা দিবস

  • ৫ ডিসেম্বর

বিশ্ব মৃত্তিকা দিবস

  • ৬ ডিসেম্বর

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস

  • ৭ ডিসেম্বর

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস

  • ৯ ডিসেম্বর

বেগম রোকেয়া দিবস

আন্তর্জাতিক গনহত্যা প্রতিরোধ দিবস

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

  • ১০ ডিসেম্বর

মানবাধিকার দিবস

  • ১১ ডিসেম্বর

আন্তর্জাতিক পর্বত দিবস

  • ১৪ ডিসেম্বর

শহীদ বুদ্ধিজীবী দিবস

  • ১৬ ডিসেম্বর

মহান বিজয় দিবস

  • ১৮ ডিসেম্বর

আন্তর্জাতিক অভিবাসী দিবস

  • ২০ ডিসেম্বর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস

 

কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড

 ,

দেবদাস

https://arbbd.wordpress.com/scribe/সময়ের-সাথে-জীবনের-গতি/[/embeh2strongসকল%20কবি%20/%20সাহিত্যেকদের%20প্রথম%20গ্রন্থ %20ও%20প্রকাশিত%20সাল/strong/h2প্রশ্ন:%20কাজী%20নজরুল%20ইসলামের%20প্রথম%20উপন্যাস%20বাধঁন%20হারা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯২৭%20সালপ্রশ্ন:%20কাজী%20নজরুল%20ইসলামের%20প্রথম%20কবিতা%20মুক্তি%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৩২৬%20বঙ্গাব্দপ্রশ্ন:%20কাজী%20নজরুল%20ইসলামের%20প্রথম%20কাব্য%20অগ্নিবীণা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯২২%20সালপ্রশ্ন:%20কাজী%20নজরুল%20ইসলামের%20প্রথম%20নাটক%20ঝিলিমিলি%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৩০%20সালপ্রশ্ন:%20কাজী%20নজরুল%20ইসলামের%20প্রথম%20গল্প%20হেনা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৩২৬%20বঙ্গাব্দপ্রশ্ন:%20কাজী%20নজরুল%20ইসলামের%20প্রথম%20প্রকাশিত%20গল্প%20কি%20?উ:%20বাউন্ডেলের%20আত্মকাহিনীপ্রশ্ন:%20রবীন্দ্রনাথ%20ঠাকুরের%20প্রথম%20উপন্যাস%20বউ%20ঠাকুরানী%20হাট%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৭৭%20সাল।প্রশ্ন:%20রবীন্দ্রনাথ%20ঠাকুরের%20প্রথম%20কবিতা%20হিন্দু%20মেলার%20উপহার%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ%20:১২৮১%20বঙ্গাব্দh3/h3প্রশ্ন:%20রবীন্দ্রনাথ%20ঠাকুরের%20প্রথম%20কাব্য%20বনফুল%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১২৮২%20বঙ্গাব্দপ্রশ্ন:%20রবীন্দ্রনাথ%20ঠাকুরের%20প্রথম%20ছোট%20গল্প%20ভিখারিনী%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৭৪%20সালপ্রশ্ন:%20রবীন্দ্রনাথ%20ঠাকুরের%20প্রথম%20নাটক%20রুদ্রচন্ড%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৮১%20সালপ্রশ্ন:%20প্যারীচাঁদ%20মিত্রের%20প্রথম%20উপন্যাস%20আলালের%20ঘরের%20দুলাল%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:১৮৫৮%20সালপ্রশ্ন:%20ঈশ্বরচন্দ্র%20বিদ্যাসাগরের%20প্রথম%20অনুবাদ%20গ্রন্থ%20বেতাল%20পঞ্চবিংশতি%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৪৭%20সালপ্রশ্ন:%20রাজা%20রামমোহন%20রায়ের%20প্রথম%20প্রবন্ধ%20গ্রন্থ%20বেদান্ত%20গ্রন্থ%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮১৫%20সালপ্রশ্ন:%20আবদুল%20গাফফার%20চৌধুরীর%20প্রথম%20ছোট%20গল্প%20কৃষ্ণ%20পক্ষ%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৫৯%20সালপ্রশ্ন:%20আবদুল%20গাফফার%20চৌধুরীর%20প্রথম%20উপন্যাস%20চন্দ্র%20দ্বীপের%20উপাখ্যান%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৬০%20সালপ্রশ্ন:%20আবদুল%20গাফফার%20চৌধুরীর%20প্রথম%20শিশু%20সাহিত্য%20ডানপিটে%20শওকত%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৫৩%20সালপ্রশ্ন:%20আবু%20ইসহাকের%20প্রথম%20উপন্যাস%20সূর্য%20দীঘল%20বাড়ি%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৫৫%20সালপ্রশ্ন:%20আবুল%20ফজলের%20প্রথম%20উপন্যাস%20চৌচির%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৩৪%20সালপ্রশ্ন:%20আবুল%20ফজলের%20প্রথম%20গল্প%20মাটির%20পৃথিবী%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৩৪%20সালপ্রশ্ন:%20আবুল%20ফজলের%20প্রথম%20নাটক%20আলোক%20লতা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৩৪%20সালপ্রশ্ন:%20আবুল%20মনসুর%20আহমেদের%20প্রথম%20ছোট%20গল্প%20আয়না%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৩৫%20সালপ্রশ্ন:%20আলাউদ্দিন%20আল%20আজাদের%20প্রথম%20কাব্য%20মানচিত্র%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৬১%20সালপ্রশ্ন:%20আলাউদ্দিন%20আল%20আজাদের%20প্রথম%20উপন্যাস%20তেইশ%20নম্বর%20তৈল%20চিত্র%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৬০%20সালপ্রশ্ন:%20আলাউদ্দিন%20আল%20আজাদের%20প্রথম%20নাটক%20মনক্কোর%20যাদুঘর%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৫৮%20সালপ্রশ্ন:%20আলাউদ্দিন%20আল%20আজাদের%20প্রথম%20গল্প%20জেগে%20আছি%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৫০%20সালপ্রশ্ন:%20আলাউদ্দিন%20আল%20আজাদের%20প্রথম%20প্রবন্ধ%20শিল্পীর%20সাধনা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৫৮%20সালপ্রশ্ন:%20আহসান%20হাবীবের%20প্রথম%20কাব্য%20রাত্রি%20শেষ%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৪৬%20সালপ্রশ্ন:%20গোলাম%20মোস্তফা%20র%20প্রথম%20উপন্যাস%20রূপের%20নেশা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯২০%20সালপ্রশ্ন:%20জসীম%20উদ্দিনের%20প্রথম%20কাব্য%20রাখালী%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯২৭%20সালপ্রশ্ন:%20জহির%20রায়হানের%20প্রথম%20গল্প%20সূর্য%20গ্রহন%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৫৫%20সাল প্রশ্ন:%20নীলিমা%20ইব্রাহিমের%20প্রথম%20উপন্যাস%20বিশ%20শতকের%20মেয়ে%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৫৮%20সালপ্রশ্ন:%20নূরুল%20মোমেনের%20প্রথম%20নাটক%20নেমেসিস%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৪৮%20সালপ্রশ্ন:%20ফররুখ%20আহমদের%20প্রথম%20কাব্য%20সাত%20সাগরের%20মাঝি%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৪৪%20সালপ্রশ্ন:%20মুনীর%20চৌধুরী%20র%20প্রথম%20নাটক%20রক্তাক্ত%20প্রান্তর%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৩৬৮%20বঙ্গাব্দপ্রশ্ন:%20ডঃ%20মুহাম্মদ%20শহীদুল্লাহ%20র%20ভাষাগ্রন্থ%20ভাষা%20ও%20সাহিত্য%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৩১%20সালপ্রশ্ন:%20শরৎচন্দ্র%20চট্টোপাধ্যায়ের%20প্রথম%20গল্প%20মন্দির%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯০৫%20সালপ্রশ্ন:%20বিভূতিভূষণ%20বন্দ্যোপাধ্যায়ের%20প্রথম%20উপন্যাস%20পথের%20পাঁচালী%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯২৯%20সালপ্রশ্ন:%20জীবনান্দ%20দাসের%20প্রথম%20কাব্য%20ঝরা%20পালক%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯২৮%20সালপ্রশ্ন:%20মানিক%20বন্দ্যোপাধ্যায়ের%20প্রথম%20উপন্যাস%20পদ্মা%20নদীর%20মাঝি%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৩৬%20সালপ্রশ্ন:%20বেগম%20সুফিয়া%20কামালের%20প্রথম%20গল্প%20কেয়ার%20কাটা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৩৭%20সালপ্রশ্ন:%20মোহাম্মদ%20রজিবর%20রহমানের%20প্রথম%20উপন্যাস%20আনোয়ারা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯১৪%20সালপ্রশ্ন:%20সৈয়দ%20ইসমাইল%20হোসেন%20সিরাজী%20র%20প্রথম%20কাব্য%20অনল%20প্রবাহ%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯০০%20সালপ্রশ্ন:%20মাইকেল%20মধুসূদন%20দত্ত%20র%20প্রথম%20ইংরেজি%20রচনা%20ক্যাপটিভ%20লেডি%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৪৯%20সালপ্রশ্ন:%20মাইকেল%20মধুসূদন%20দত্ত%20র%20প্রথম%20নাটক%20শর্মিষ্ঠা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৫৯%20সালপ্রশ্ন:%20মাইকেল%20মধুসূদন%20প্রথম%20দত্ত%20র%20কাব্য%20তিলত্তমা%20সম্ভব%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৬০%20সালপ্রশ্ন:%20মাইকেল%20মধুসূদন%20দত্ত%20র%20প্রথম%20মহাকাব্য%20মেঘনাদ%20বধ%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৬১%20সালপ্রশ্ন:%20বঙ্কিম%20চন্দ্র%20চট্টোপাধ্যায়ের%20প্রথম%20উপন্যাস%20ইংরেজি%20রাজমোহন’স%20ওয়াইফ%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৬২%20সালপ্রশ্ন:%20বঙ্কিম%20চন্দ্র%20চট্টোপাধ্যায়ের%20প্রথম%20উপন্যাস%20বাংলা%20দুর্গেশনন্দিনী%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৬৫%20সালপ্রশ্ন:%20দ্বিজেন্দ্রলাল%20রায়ের%20প্রথম%20নাটক%20কোনটি%20?উ:%20তারাবাঈপ্রশ্ন:%20মীর%20মোশাররফ%20হোসেন%20র%20প্রথম%20নাটক%20বসন্তকুমারী%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৭৩%20সালপ্রশ্ন:%20মীর%20মোশাররফ%20হোসেন%20র%20প্রথম%20উপন্যাস%20রতœাবতী%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৬৯%20সালপ্রশ্ন:%20দীনবন্ধু%20মিত্র%20এর%20প্রথম%20নাটক%20নীল%20দর্পন%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৬০%20সালপ্রশ্ন:%20রামনারায়ন%20তর্করত্ন%20এর%20প্রথম%20নাটক%20কুলীনকুল%20সর্বস্ব%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৮৫৪%20সালপ্রশ্ন:%20সৈয়দ%20ওয়ালীউল্লাহ%20র%20প্রথম%20গল্প%20নয়নতারা%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৪৫%20সালপ্রশ্ন:%20সৈয়দ%20ওয়ালীউল্লাহ%20র%20প্রথম%20উপন্যাস%20লালসালু%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৪৮%20সালপ্রশ্ন:%20হাসান%20হাফিজুর%20রহমানের%20প্রথম%20কাব্য%20বিমুখ%20প্রান্তর%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৬৩%20সালপ্রশ্ন:%20শামসুর%20রহমানের%20প্রথম%20কাব্য%20প্রথম%20গান%20দ্বিতীয়%20মৃত্যুর%20আগে%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৫৯%20সালপ্রশ্ন:%20শহীদুল্লাহ%20কায়সারের%20প্রথম%20উপন্যাস%20সারেং%20বউ%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৬২%20সালপ্রশ্ন:%20বন্দে%20আলী%20মিঞা%20র%20প্রথম%20কাব্য%20ময়নামতির%20চর%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯৩০%20সালপ্রশ্ন:%20বেগম%20রোকেয়া%20র%20প্রথম%20প্রবন্ধ%20মতিচুর%20কত%20সালে%20প্রকাশিত%20হয়%20?উ:%20১৯০৪%20সাল https://arbbd.wordpress.com/scribe/কি-বোর্ডের-কিছুর-মজার-শর্/ ,

দেবদাস

https://arbbd.wordpress.com/scribe/সময়ের-সাথে-জীবনের-গতি/

বাংলা সাহিত্যের সকল প্রথম ও জনক

১) বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২) বাংলা গদ্যের পথিকৃৎ =উইলিয়াম কেরি।
৩) বাংলা গদ্য রীতির প্রবর্তক =প্রমথ চৌধুরী।
৪) বাংলা গদ্য ছন্দের প্রবর্তক =রবীন্দ্রনাথ ঠাকুর।
৫) বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৬) বাংলা ছোট গল্পের জনক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৭) বাংলা মুদ্রন শিল্পের জনক = চার্লস উইলকিনস।
৮) সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = চার্লস উইলকিনস।
৯) বাঙ্গালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = পঞ্চানন কর্মকার।
১০) বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা।

১১) সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম = দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত।
১২) সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম = রংপুর বার্তাবহ; রংপুর থেকে প্রকাশিত।
১৩) উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে = পর্তুগিজরা।
১৪) উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম = কণুকসোজ (পর্তুগিজ ভাষায় রচিত)।
১৫) উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৪৯৮ সালে।
১৬) ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৮৬০ সালে।
১৭) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ = নীলদর্পণ (১৮৬০)।
১৮) বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম = রাজা প্রতাপাদিত্য চরিত্র।
১৯) মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা = সমাচার সভারাজেন্দ্র।
২০) বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক = লায়লা সামাদ।

 

২১) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক = শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
২২) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা= বিবি তাহেরন নেছা।
২৩) বাইবেলের প্রথম অনুবাদক = উইলিয়াম কেরি।
২৪) বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা = ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও (পর্তুগিজ পাদ্রী)।

 

কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড

 ,

দেবদাস

https://arbbd.wordpress.com/scribe/সময়ের-সাথে-জীবনের-গতি/

জেনে নিন যেসব প্রশ্নের উত্তর সাত (৭)

১।বীরশ্রেষ্ঠ‬ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ৭জন
২।প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে ৭(১)
৩। রাষ্ট্রপতি যদি কোন বিল পুনরায় সংসদে পুনর্বিবেনার জন্য প্রেরণ করেন তবে তা ফেরত আসার কত দিনের মধ্যে পাস করতে হয় ‪#‎৭দিন‬
৪।সংবিধান সংশোধণ বিল রাষ্ট্রপতি কত দিনের মধ্যে পাস করেন #৭দিন
৫। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দেন ‪#‎৭মার্চ‬
৬।পরিবেশ গত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি আছে কয়টি জেলায়>৭.

৭।মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নং সেক্টরের অধীনে ছিল ‪#‎৭নং‬
৮।মৌ্লিক রাশি ‪#‎৭টি‬( দৈর্ঘ্য , ভর , সময়, তাপমাত্রা, বিদুত্ প্রবাহ, দীপন ক্ষমতা, পদার্থের পরিমান).

৯।বাংলাদেশর প্রশাসনিক বিভাগ #৭টি
‪‎১০।পৃথিবীতে‬ মহাদেশ #৭টি
‪১১।জাতীয়‬ স্মৃতিসৌধের ফলক ৭টি

‪‎১২।৭দিনে‬ এক সপ্তাহ গননা শুরু করে ক্যালেডিয়রা
‪১৩।কুরআনের‬ মানযিল ৭টি
‪১৪।হুদাইবিয়ার‬ সন্ধির শর্ত ছিল ৭টি
‪১৫।দোযখের‬ স্তর ৭টি

১৬।রংধনুতে‬ রং আছে ৭টি(বেনীআসহকলা)
১৭।সাত‬ পাহাড়ের শহর বলা হয় রোমকে
১৮।সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন শায়েস্তা খান.

 

১৯।সাত গম্বুজ মসজিেদ গম্বুজের সংখ্যা ৩টি
২০।সাত গম্বুজ মসজিদ অবস্থিত মোহাম্মদপুর, ঢাকা
২১।সেভেন‬ সিস্টার্স হলো ভারতের উত্তর – পূর্ব অন্ঞ্চলের ৭টি রাজ্য

২২।BIMSTEC -এর সদস্য সংখ্যা >> ৭টি
‪২৩।বাংলা‬ স্বরধ্বনিতে মোট দীর্ঘস্বর ৭টি
২৪। মৌলিক স্বরধ্বন্নি .#৭টি ( অ, আ, ই, উ, এ, ও ,অ্যা)
২৫।”সাত সাগরের মাঝি”কাব্যগ্রন্থের লেখক ফররুখ আহমেদ
২৭। “সাত তারার তিমির” কাব্যগ্রন্থের লেখক জীবনানন্দদাশ
‪‎২৮।রবীন্দ্রনাথের‬ জন্ম তারিখ ৭মে ১৮৬১
২৯। রবীন্দ্রনাথের মৃত্যু তারিখ ৭ আগষ্ট ১৯৪১
‪‎৩০।আরব‬ লীগের প্রতিষ্ঠাকালিন সদস্য রাষ্ট্র ৭টি
৩৩।কলম্ব‬ পরিকল্পনা যাত্রা শুরু করে ৭টি দেশ নিয়ে
‪৩৪।বিশ্ব‬ স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল
‪৩৫।world‬ health organization (WHO) প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল ১৯৪৮
‪‎৩৭।রুশ‬ বিপ্লব দিবস ৭ নভেম্বর
৩৮।জাতিয়‬ সংহতি ও বিপ্লব দিবস ৭ নভেম্বর
৩৯।আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস ৭ ডিসেম্বর
৪০। নিরপেক্ষ পানির ph -৭
৪১। মানুষের রক্তের ph-৭.৪

 

 

বাংলা

১. বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ? – জ+ঞ

২। নিচের কোন ভ্রমন বিষয়ক গ্রন্থ নয় ? –

৩। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে‘ উপনাসের –

৪। ঘরে বাইরের উপনাসের চরিত্র – নিখিলেস – বিমলা

৫। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? -৮টি

৬।বিষাদসিন্ধু একটি – ইতিহাস আশ্রিত উপন্যাস

৭। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে – ১৯১৪

৮। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক – পায়ের আওয়াজ পাওয়া যায়

৯্ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম – শ্রীচৈতন্য

১০। কোনটি জসিমউদ্দিন নাটক — বেদের মেয়ে

১১। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? – ১৭৬০সালে

১২। কোনটি উপন্যাস নয় ? – কবিতার কথা ( জীবনান্দ দাশের প্রবন্ধ)

১৩। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? – মুখরা রমনী বশীকরণ

১৪। তোহফা কাব্যটি কে রচনা করেন ? – আলাওল

১৫। এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ? – কবিগান

১৬। নিচের কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় ? -চার ইয়ারী কথা

১৭। যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য – সঠিক উত্তর নাই। কারণ সীতারাম , গণদেবতা, পদ্মানদীর মাঝি , পথের প্যাঁচালি প্রভৃতি সবগুলোই গ্রামীন সমাজের চিত্র ফুটে তুলেছে । সূত্র > সৌমিত্র শেখরের বই(জুন, ২০১২) সীতারাম পৃ্ষ্ঠা ৩৫৪ , গণদেবতা ( ৩২৯ পৃষ্টা) আর বাকিগুলো ত জানেন ই ।
১৮।কোনটি শওকত ওসমানের রচনা নয় ? – ভেজাল

১৯। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ? -বিশেষণ ।কারণ চেনা >> লোককে modify korce.

২০. হেড মৌলভী কোন ভাষার শব্দ ? – ইংরেজি + ফার্সি

২১. রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? – রবি + ইন্দ্র

২২। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে । বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তরিত কর? – মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না

২৩. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ? – ব্ +ন্+ধ্+ন

২৪। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? – উত্কর্ষ

২৫। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ? – কুহেলিকা

২৬। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ? – বীরাঙ্গনা

২৭। একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ? – সোনার তরি

২৮। আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ? – আবু জাফর ওবায়দুল্লাহ

২৯। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম – গ্রামবার্তা প্রকাশিকা

৩০। ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ? – জ্ঞানা্ঙ্কুর

৩১। রাজা প্রতাপদিত্য চরিত্র কার লেখা ? – রামরাম বসু bhinno.com

৩২। কোনটিতে নত্ব বিধি অনুসারে “ণ‘্র ব্যবহার হয়েছে ? – প্রবণ ( কারণ কল্যাণ, বিপণি, নিক্কণ স্বভাবই হয়েছে আর প্রবণ েএ প বর্গীয় পর ব তার পর ণ )

৩৩। কোনটি বিশেষ্য পদ ? – গাম্ভীর্য

৩৪। কোনটি বহুব্রিহি সমাসবদ্ধ পদ – জনশ্রুতি

৩৫। কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি ? -শুভেচ্ছা মে বি উত্তর হবে ।কারণ এটি সন্ধি যোগে হয়েছে । প্রশ্ন মনে হয় ভুল আছে হত হয়েছে তখন তন্বী

 


জেনে নিন যেসব প্রশ্নের উত্তর ৪

  • দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- ৪ টি
  • দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে- ৪ টি
  • বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা ৪টি (দাঁড়ি, দুই দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময়সূচক চিহ্ন)
  • তৎসম এবং বাংলা উভয় ক্ষেত্রেই অভিন্ন উপসর্গ রয়েছে -৪টি (সু, বি, নি, আ)
  • মানুষের হৃদপিন্ড- ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট ( ডান ও বামঅলিন্দ এবং বাম নিলয়)
  • পানির ঘণত্ব সবচেয়ে বেশি- ৪ ডিগ্রি সে. তাপমাত্রায়
  • বায়ুমন্ডলের স্তর – ৪টি (ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল,মেসোমন্ডল ও তাপমন্ডল)
  • DNA গঠিত হয় -৪টি উপাদান দিয়ে ( এডিনিন, গুয়ানিন, থায়ামিন ও সাইটোসিন)
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে/জাতীয় প্রতীকে- ৪টি তারকা আছে
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস -৪ নভেম্বর
  • জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান- ৪র্থ
  • বাংলাদেশ সংবিধানের মূলনীতি -৪টি (ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র)
  • রাষ্ট্র গঠিত হয় -৪টি উপাদান নিয়ে (জনসমষ্টি, সরকার, নির্দিষ্টি ভূখন্ড ও সার্বভৌমত্ব)
  • বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রেয় সংখ্যা -৪টি (বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট)
  • বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য -৪.৮ কি.মি.

  • সিলেট বিভাগে জেলা আছে- ৪টি (সিলেট,মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ)
  • মানুষের দেহে শতকরা খনিজ লবণ থাকে -৪ ভাগ রক্তের গ্রপ- ৪টি ( A, B, AB এবং O )
  • মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয়- ৪টি (বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক)
  • বীর প্রতীক সেতারা বেগম মুক্তিযুদ্ধে- ৪ নং সেক্টরে ছিলেন (সিলেট)
  • বাংলাদেশে কৃষি শুমারী হয়েছে -৪ বার (১৯৭৭,১৯৮৬,১৯৯৭,২০০৮)
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকার – ৪ বছর
  • যুক্তফুন্টে (১৯৫৪) রাজনেতিক দলের সংখ্যা -৪টি (আওয়ামীলীগ, কৃষকশ্রমিক পার্টি,নেজাম এ ইসলাম ও বামপন্থী গণতন্ত্রী)
  • উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের – ৪ চরণ বাজানো হয়
  • কোন দেশের সংবাদপত্রকে বলা হয়- ৪র্থ রাষ্ট্র
  • প্রধান আসমানী কিতাবের সংখ্যা ৪টি (তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কুরআন)
  • আরব ইসরাইল যুদ্ধ এ পর্যন্ত হয় – ৪ বার (১৯৪৮,১৯৫৬,১৯৬৭,১৯৭৩)
  • মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস -৪ জুলাই
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ -৪ বছর
  • কমনওয়েলথ গেমস/বিশ্বকাপ ফুটবল/বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর
  • এশিয়ান গেমস/ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর
  • অব্যয় পদ ৪ প্রকার (সমুচ্চয়ী, অনস্বয়ী, অনুসর্গ ও অনুকার বা ধ্বনাত্নক অব্যয়)
  • বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বর আছে ৪টি (এ,ঐ, ও, ঔ)

দেশের নাম …… রাজধানীর নাম
মোনাকো = মোনাকো
লুক্সেমবার্গ = লুক্সেমবার্গ
সানম্যারিনো = সানম্যারিনো
জিবুতি = জিবুতি
সিঙ্গাপুর = সিঙ্গাপুর
ভ্যাটিকান সিটি = ভ্যাটিকান সিটি
কুয়েত = কুয়েত সিটি
গুয়েতেমালা = গুয়েতেমালা সিটি
পানামা = পানামা সিটি
মেক্সিকো = মেক্সিকো সিটি
গিনি বিসাউ = বিসাউ
সাওটোমে ও প্রিন্সিপে = সাওটোমে
তিউনিসিয়া = তিউনিস

 

যে সকল দেশের মুদ্রার নাম দিনার

টেকনিক:– আজ তিসা ও লিবা কই ডিনার করবে?

আ=আলজেরিয়া, জ=জর্ডান, তি=তিউনিশিয়া, সা=সার্বিয়া, লি=লিবিয়া, বাহ=বাহরাইন,ক=কুয়েত,ই=ইরাক,ডিনার=দিনার।

যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”

টেকনিকঃ গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল

গ- গায়ান ;নি- নিউজিল্যান্ড; মা- মার্কিন যুক্তরাষ্ট্র ;ঝী- জিম্বাবুয়ে ;জা- জামাইকা ;H- হংক ;S- সিংগাপুর ;C- কানাডা ;B- বেলিজ ;B- ব্রুনাই ;A- এন্টিগুয়া ও বারমুডা, অস্ট্রেলীয়া ;গেল- গ্রানাডা।

 

যে সকল দেশের মূদ্রার নাম ক্রোনা

ক্রোনা: স্কেন্ডেনেবিয়ার ৫টি দেশের (ফিডে আসুন) মধ্যে ৪টির মুদ্রা ক্রোনা, শুধু ফিনল্যান্ডের ইউরো।

টেকনিক:– “ফিডে আসুন”

১.ফিনল্যান্ড; ২.ডেনমার্ক;৩.আইসল্যান্ড; ৪.সুইডেন; ৫.নরওয়ে

 

পেন ড্রাইভ কে RAM হিসাবে ব্যবহার করুন!

আজকাল, অনেক প্রোগ্রাম আছে   যারা অনেক RAM ব্যবহার করে। যারা  কম RAM নিয়ে কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য এটি একটি দুঃস্বপ্ন, যা কম্পিউটার এ কাজ করার   সময় প্রচুর  মেমরি  ব্যবহার করে। তাই আপনার কাজ গুলো আরও ভাল ভাবে করার জন্য আপনার পেন ড্রাইভ কে RAM হিসাবে ব্যবহার করুন! এর দ্বারা কিছুটা হলেও আপনার কম্পিউটার এর স্পিড বৃদ্ধি পাবে।

চলুন এবার শুরু করি

Steps

670px-Use-Pen-Drive-As-RAM-Step-1

প্রথমে আপনার পেনড্রাইভকে ফরমেট করে দিন। তার পর পেনড্রাইভকে পিসিতে লাগিয়ে নিন (মিনিমাম ২জিবি)

2

Right click on My Computer.

  • Click on Properties from context menu

 

 

 

3
Click on the Advanced tab.
4
Click on Settings under Performance.
5
Click on the Advanced tab.
6
Click on the Change button under Virtual memory.
7
Select your USB drive.
8

Click on custom size radio button and give the values as follows;

  • Initial Size:1020
  • Maximum size:1020
  • The size depends upon your free memory capacity of your pen drive. So you can change this limit according to your pen drive size.

মশা থেকে চিরতরে রেহাই!

 

মশার গুষ্টি উদ্ধার করতে আপনাকে সাহায্য করবে এই পদ্ধতিটি।

সারা বছর মশার প্রচন্ড উপদ্রব-এ আমরা প্রচুর বিরক্ত। মশা থেকে মুক্ত থাকার জন্য আপনার মনে হয়তোবা কয়েলের ছবি ভাসছে। কিন্তু একবারও ভেবে দেখেছেন, এক বছরে আপনি কয়েলের পিছনে কত টাকা খরচ করেছেন? আর সব থেকে বড় কথা হলো, কয়েল মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি আপনি জানেন? এ্যারোসল যদি ব্যবহার করার চিন্তা থাকে তবে সেক্ষেত্রে সেটা মানব শরীরের জন্য আরো ভয়াবহ ক্ষতিকর। অথবা ইলেকট্রিক ব্যাট আছে কিন্তু মশার সাথে কতদিন ব্যাডমিন্টন খেলবেন?  ১০টা মারবেন ১০০ মশা সামনে এসে হাজির হবে। আপনি মরে যাবেন  কিন্তু আপনার মশা মারা আর শেষ হবে না!

মশা মারার কয়েলের ক্ষতিকর দিকঃ

১। আপনি যদি একটি মশার কয়েল টানা ৮ ঘন্টা জ্বালিয়ে রাখেন তাহলে ১৩৭টি সিগারেটের পরিমান বিষাক্ত ধোঁয়া আপনি গিলছেন।

২। কয়েলে যে গুঁড়া দেখেন সেটা এতটাই সূক্ষ্ম যে তা সহজেই আমাদের শ্বাসনালীর এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়ে বিষাক্ততা তৈরি করে।

৩। কয়েলের ধোঁয়া চোখের ভীষন ক্ষতি করে, দীর্ঘদিন ব্যবহারে চোখের ভয়াবহ ক্ষতিসাধন হতে পারে।

৪। কয়েল মশাকে তাৎক্ষনিক মারে কিন্তু মানব দেহে স্লো পয়জনিং করে, ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়।

এ্যারোসলেক্ষতিকর দিকঃ

১। এ্যারোসল হার্টের জন্য খুবই ক্ষতিকর। মানব দেহের হার্ট সরাসরি এ্যারোসলের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়।

২। এ্যারোসলের ক্যামিকেল চোখের ক্ষতি করে, দীর্ঘদিনের ব্যবহারে চোখের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।

*আসুন জেনে নেই মাত্র ২০ টাকা খরচ করে পুরো ১ বছর মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন।

কিভাবে বানাবেন?

প্রয়োজনীয় উপকরণগুলো সবার আগে একসাথে যোগাড় করে নিন।

উপাদানঃ

– দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল

– এক গ্লাসের তিন ভাগের দুই ভাগ ইষৎ গরম পানি

– এক কাপের তিন ভাগের ২ ভাগ ব্রাউন সুগার

– এক চামচ ইষ্ট

 

ইষ্টঃ

যেকোন সুপার স্টোর কিংবা বড় জেনারেল স্টোরগুলোতে ইস্টের বিভিন্ন সাইজের বোতল পাওয়া যায়। সেখান থেকে ক্রয় করে নিতে পারেন। ইস্ট সাধারণত এক প্রকার ছত্রাক তবে এই খাবার জিনিস তৈরির কাজে ব্যবহৃত হয়। পাউরুটির তৈরির জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান এই ইস্ট।

প্রস্তুত প্রক্রিয়াঃ

মশা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে প্রস্তুত প্রানালী ধাপে ধাপে অনুসরন করতে হবে। প্রথমে প্লাষ্টিকের বোতলটি উপর থেকে ৩/৪ ইঞ্চি রেখে একটি চাকু দিয়ে কেটে ফেলুন। তারপর নিচের বড় (বোতল) অংশটিতে ব্রাউন সুগার বা খোলা চিনা বা পরিশোধিত চিনি ঢেলে দিন। নাড়ানোর কোন প্রয়োজন নেই। তারপর এক কাপ ফুটানো পানি ঢালুন। তারপর এক চামচের তিন ভাগের দুই ভাগ ইষ্ট ছেড়ে দিন। এবার বোতলের উপরের অংশটিকে চিৎ করে বড় বোতলের ভেতর বসিয়ে দিন।

খেয়াল রাখবেন বোতলের উপরের অংশের মুখের ছিপিটি যেন অবশ্যই খোলা রাখেন। কারন ওখান থেকেই মশা ভেতরে ঢুকবে। এরপর একটি টেপ দিয়ে বড় এবং ছোট অংশটির জোরা শক্ত করে লাগিয়ে দিন। ব্যস! হয়ে গেলো মশা মারার হোমমেড ফাঁদ। এবার ফাঁদটিকে ঘরের যেকোন কোনায় রেখে দিন। চলতে পারবেন পুরো এক বছর।

শিখে রাখুন, সময়মত কাজে দিবে::::::।
১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয়1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃতহয়1996সালে।
৪। Google আবিষ্কৃত হয়1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয়2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় .১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারচালুহয় ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারসবার জন্য উন্মুক্ত হয়১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয়14 OCTOBER,2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথমকম্পিউটার “IBM-1620 ‘ যা স্থাপিত হয়বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে১৯৬৪সালে
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারেরঝিলং জা তে ল্যান্ডিং স্টেশনস্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্তহয়।

(নিজের লেখা না ,সংগ্রহ),
 please do not share